হৃদি দ্বারে নিভে দীপ বিজন সন্ধ্যায়,
নেই কেহ গৃহে বসে দেখাতে আলোর _
শিখা,নিভু নিভু প্রাণ পাখনা মেলায় ,
সুর বহে চলে কোথা কোমল গান্ধার ।
রাগিণী তটিনী স্রোতে,মাল্লার প্রহার ,
আমার তৃষিত মন সুর- বারি চায়।
সন্ধ্যা নামিল যাহার আসিবে আবার ;
সেকি শোনাতে গান পড়ন্ত সন্ধ্যায়।
ধুলি র দেহের মাঝে মাখি কত ধুলি,
মনের বিরল ইচ্ছা রৌদ্রদগ্ধে তাপে ।
চলার প্রগতি পথে করে গলাগলি;
বিস্মৃত ইচ্ছার ডালি শুষ্ক অনুতাপে ।
বিধির নিদানে পূর্ণ সকল জীবন,
ধুসর মাটিতে পুড়ে আশার মরন ।
বাবুল আচার্যী 28/02/17