আয়নার কাছে দাঁড়িয়ে মুখটাকে দেখি আছে কি কোন দাগ,
মেজে ঘষে পাউডারে মোছেনি দাগ আমার ওতে ভীষণ রাগ।
সন্মুখে দাঁড়ানো কাঁচের নেই কোন গুণমান,
ধুসর কাঁচে ভাঙবে গরিমা, করবে অসম্মান ?
ভেঙেছি ওরে খণ্ড খণ্ড করে ধুইনি তবু হৃদয়ের কালো ভাগ ।
বাবুল আচার্যী 25/02/2017