ইহলোকে তরী তব কালস্রোতে ভাসে,
বইছে ভেলা তে নর হিংসা পরাভব ;
পঞ্চ রিপু শত্রুরা জনমেতে কি আসে ?
কাল স্রোতে কৃষ্ণপক্ষ মনের বান্ধব।
পরলোকে যাবে তরী মনের দিশায়,
প্রাণের মাঝারে যদি হৃদয় বিরাজে ;
আসর ভাসুক জলে সহজ জলজে,
কদম্বকুলে ভিরবে ভেলা সদিচ্ছায়।
পঞ্চতত্ব এক দেহে বিলীন জীবন ,
বৈভবে র ক্রীতদাস মানব শরীর।
ক্রোধের অনলে লুপ্ত জ্ঞান শূন্য মন ;
লোভের বশেতে মন নাহি থাকে ধীর।
ইহলোকে পরলোকে বিবেক বিহীন,
আমার মাঝেতে আমি ধরণী অস্থির।
বাবুল আচার্যী 20/02/2017