মরন ! দেখেছি কত রূপে কতবার,
আমার বিদগ্ধ শঙ্কুল শঙ্কা র মাঝে।
এসেছ অঘোর ঘুমে তুমি বহুবার_
নিভৃতে শান্তির শুভ্র কোমল সাজে।
আমার মরন ভীতি পাথুরে ফলকে,
খসে যদি যায় তারা চক্ষুর গোচরে।
হইয়ো না অন্ধ তুমি মানব আচারে,
পাদপৃষ্ঠ করোনা ঐ উত্তর ভূলোকে ।
তব শিহরণে যদা ত্রাহি ত্রাহি ত্রাস !
শয়নে জাগরনে আসে মৃত্যু সন্ধ্যা।
কে তুমি নেভাও প্রদীপ মৃত্যুর গ্রাস,
উৎসর্গ ফুলে ফুটল না কলি!বন্ধ্যা ?
মরন এস তুমি নিয়ে গন্ধী বাতাস _
অশ্রু জলে ধোবে তিমির রজনীগন্ধা।
বাবুল আচার্যী 19/02/2017