নিস্তব্ধ রজনী... বিজন ঘর, মন অন্ধকার ,
রাতের পথ চলা শেষ গোলার্ধের তিন চতুর্থাংশ _
আরো আছে পথ বাকি অতিক্রান্ত রাতের শেষাংশ ।
সুলোচনা র মতো হারানো দৃষ্টি, এখানে সব একাকার ।
এখানে সবার হারানো ভালোবাসা সর্বভুতে নিরাকার ।
এখানে বেহালা বেহাল অবস্থায় পড়ে থাকে_
নীরবে নিভৃতে এক কোনে ঘরে.. অন্ধকারে ।
....বাজে না সুরে সুরে ঝঙ্কারে ।
এখানে বুকের ভেতর থেকে উঠে আসা কম্পন_
নদীর ছল ছল কলকল শব্দ তরঙ্গের মতোই_
কারো কর্ণরন্ধ্রে পৌঁছয় না ।
চলে যায় দূর কোথাও... অজানা পথ ধরে, .. অজান্তে ।
মনের উতরোল জলছাপ বাতাসের সাথে মিশে_
শোঁ শোঁ শব্দ করেনা ।
এখানে মনের কলরব জলের উষ্ণতা হারিয়ে_
বরফের প্রস্তর ফলকে রূপান্তরিত হয় ।
সেখানে লেখা থাকে.. ' এর পেছনে জীবন নেই, যাওয়া নিষেধ '
এখানে মেরু প্রদেশের মতো ঠান্ডা কুয়াশা ;
সেই ঠাণ্ডা বাষ্প উড়ে এসে আমার মনে লাগে ।
এখানে নিশুতি রাতের অনেক অতিথি জেগে থাকে ;
অনেক অতিথির অনেক রহস্যই ঢাকা থাকে এখানে ।
বাবুল আচার্যী 13/02/2017