নীলাঞ্জনা, তোমার নামটাই যথেষ্ট ....
আমার হাহাকার ভরা বুকটাকে মোচড় দেওয়ার জন্য ।
তুমি দুঃখ বিষাদ ভরা অন্তরের শরীরী সন্তরণ !
তবু জানিনা কেন বিষাদে ভোগে আপামর জনগণ ?
নীল বলতে আমি উদারচরিতানাম্ নীলাকাশ বুঝি ,
দিগ দিগন্ত জুড়ে যার অবাধ ব্যাপ্তি, বিশাল পরিধি ।
গোটা বিশ্বের ব্যাথা ভরা হৃদয় যখন উষ্মা বাষ্প ত্যাগ করে,
আকাশ তা টেনে নিয়ে বারিধারে এই ধরণীতে ফিরিয়ে দেয় ;
ধুইয়ে দিয়ে যায় পৃথিবীর জরাজীর্ণ মলিন পাতা....
সবার আগোছালো খাতা ,মন ফোঁড়া ব্যাথা, বারংবার ।
যখনই মেঘ করে আকাশে .....
নীলাঞ্জনা ! তোমার নামটা আমার খুব মনে পড়ে ।
বাবুল আচার্যী 30/01/2017