এই কবিতা সত্য ঘটনার উপরে রচিত । আফগানিস্থানের ঘটনা । স্বামী কর্ম সুত্রে ইরানে থাকে । অন্য কারো সাথে বাজারে গিয়েছিল শপিং করতে । ফিরে আসার পর সেই রমনীর খুন হয় । এটা নিয়েই আজকের প্রতিবেদন । খবরটা শুনে মন খুব খারাপ হয়ে গেল । এবার পড়ুন।


কৃষ্ঞমণি চক্ষুর সম্মুখে এক পর্দা,
আলোর পথে এক বেধড়ক প্রহার।
ওদের জীবনে নেই এতটুকু স্পর্ধা !
অন্ধ গলির ভেতরে অধর বিহার ।
মেহগনি চাঁপা সুন্দরীর হলো সন্ধ্যা ...
বাহিরে তালিবানের রক্তাক্ত প্রভাত !
স্বামী গেছে তেহরানে কর্মের সৌগাত,
নীর্জীব দেহ পথে,রক্তের রজনীগন্ধা ।

অন্ধকার গলির কি আছে পরিচয় ?
বোরখা নেমে এল জীবনে অভিশাপ।
আলো থেকেও বহিষ্কার,হই বিস্ময় !
কে অর্বাচিন দেখায় দোর্দণ্ড প্রতাপ ...
রমনী পিপিলিকার সাঁড়িতে দাঁড়াও ;
আন্দোলনে ঘুচবে তোমার অভিশাপ ।

বাবুল আচার্যী     21/01/2017