বাঁধনের বন্ধনী ছিঁড়ে যেতে চাও,যাও ,আর কোন কথা নয় ,
কালিমাখা ধাগা চুলের বেণী র মত , মন-বন্ধনী কখনো হয় ?
বন্ধনী শৃঙ্খল মনে হলে ,শৃঙ্খলাবদ্ধ মুক্তোর শক্তি কি থাকে? ।
সৈকত তুমি এক হলেও ,বালিকনা সব আড়ি দিয়ে রাখে ।
অবারিত দ্বার মুক্ত বিহার জানি, পৃথিবীর বুকে চারিপাশে;
মনের নেই উচ্চ দেয়াল,পার হতে পারো সহজ অবকাশে ।
ঐ যে আকাশ পানে চেয়ে দেখো, ঘন ঘন কত রঙ বদলায়,
ঝড়ের শেষে ধুয়ে মুছে আবার সে আসে ফিরে স্ব-মহিমায়।
ক্লান্তি ঘন মনে যখন হাত বাড়ায় আমি ক্লান্তিতে শয্যায় ;
সেই হাত থেকে হিম গলে গলে পড়ে, আঙুলের মুর্চ্ছায় ।
আজ আমার এই ঘন ঘন প্রশ্বাস ফেলে অতি বিশ্বাসে...
তুমিও না জানি কতবার নাও মোর নাম প্রতি নিশ্বাসে ।
তবে কেন এই ছাড়পত্র, যার ভাষা, সরল মন বোঝে না !
তুমি কি জানো সরল মন,গরল অর্থ কোনদিন খোঁজে না ।
ঘনায় কখোনো আকাশ যদি ,শুধু বৃষ্টিতে তুমি ভিজবে না !
অবেলায় পড়ন্ত রোদ্দুরে রক্তিমো রঙ মুখে তুমি মাখবে না ,
পোড়া তপ্ত রোদে দাঁড়িয়ে থাকলে রোদ্দুর তোমায় বুঝবে না
হাওয়ার বিপথে দাঁড়ালে বিপথু শঙ্খচিল তোমায় ছাড়বে না।
আমার ও তোমার বিম্ব মিলে একটিই বিম্ব ছিল সেদিন ,
বিম্বের মাঝে ত্রিবেণী গড়লে, প্রতিবিম্ব আমার দিশাহীন ।
মনের উতরোল শব্দ ব্যথা ভরা কান্না নিঃশব্দে বাজে_
এ বেসুর রুদ্রবীণার ঝড় তুলবে প্রতিদিন প্রতি কাজে ।
জাগরণের জাগ্রিতি ধুনে- তুনে নিজেই চলতে হয়,
সব রাতের আঁধার পূর্ণিমার শেষে অমানিশা নয়।
শুধু মনে রেখো .....
ঝড়ে যাওয়া অশ্রু বুকের তৃষায় আর কোনদিনই ফেরে না ,
অলি গলি পথ ঘুরে নদী ব-দ্বীপ হয়েই থেকে যায়,...........
সাগরে আর মেলে না ।
বাবুল আচার্যী 20/01/2016