অফুরন্ত চাওয়া পাওয়ার অন্ত নেই ;
দাবানলে র স্ফুলিঙ্গ উড়ে ঐ গগনে ।
অদম্য লিপ্সা সমুদ্রের উত্তাল পবনে,
ঢেউ ওঠানাবা করে নতশির ধীর স্থির হয়,
মনে হয় ......
জীবন সমান্তরাল পথে এগোয় ।
আবার ঘূর্ণীবর্তে উত্তাল জল ছল ছল কলরব করে ,
মন চঞ্চল খুলে ফেলে তার সব অঞ্চল!
মিলিয়ে যেতে যায় কলরোলে উন্মত্ত সাগরে ।
ঘাড় উঁচু করে দেখি ... পাশে
গগনচুম্বী প্রাসাদ আকাশে মিশে গেছে একি ...
চক্ষু চড়কগাছ চড়কতালে
ঝড়ো হাওয়ায় উড়ে যেতে চায় পাখি গাছের মগডালে ।
শিরদাঁড়া দাঁড় হয় আগের মতো ;
না পাওয়ার বেদনায় লাগে তেতো ।
জড় পদার্থে বাক্সবন্দী আঁটোসাঁটো,
শোফার গারদে প্রাণহীন মূর্ছা শতশত ,
মৃত্তিকা র তলে ও টাকার থলে কত ।
লাগানো চাড়া গাছ ফলবে না ফলে ,
যাবে চলে বারোমাস আরো বিফলে ।
নির্জীব নির্লিপ্তের প্রতি অমোঘ চাহনি,
আশা নিরাশার সংঘর্ষে বেদনা কাহিনী ।
নোট বন্দী,বাঁধন ছিঁড়ে চলে ওপারে ,
আসবে না তুমি আর ফিরে এপারে .. জানি
পাড় দেখে তরঙ্গ করে ভ্রুকুটি ,
সীমান্ত ভাঙতে নেই তার ত্রুটি ।
আজ বিমর্ষ বদনে খায় গড়াগড়ি লুটোপুটি ;
প্রশ্বাস বাঁধা পেয়ে হাহুতাশ করে, করে ছোটাছুটি ।
বাবুল আচার্যী 09/12/2016