দাগ ,ওরে ক্ষত- বিক্ষত গভীরে গেঁথে থাকা বিশ্বাসী দাগ-দাগী ,
তুই জং ধরা খিল আঁটা বদ্ধ কপাটে বন্দী, পালিয়ে যায় রাগী ।
সে তিলে তিলে হয় দহন,চেতনায় আগুন জ্বলে ;
অবচেতনা ঝড় তুলে, ধীরে ধীরে মোম শুধু গলে ।
খাদ ছেড়ে ঝেড়ে ওঠে মন হয়েছে আজ, তরল স্বর্নে র সোহাগী ,
আয় না পাশে ওরে বিশ্বাসী বিশ্বাস, থাক না তুই মোর অনুরাগী ।
আমার বিশ্বাস ঘোরে, চাঁদের ঐ নিগ্রোর কালো পাহাড়ে,গহ্বরে !
চাঁদ ভাবে,সে আমার কাজলা হরিণী চোখ,বলে সবে কলঙ্ক রে ।
সে আছে সুখের রাজ্যে শান্তির কুঞ্জবন ছায়ায় ;
মিটমাট দ্বীপ জ্বেলে, দেখে তারা চোখের তারায় ।
কলঙ্কের দাগ মেখে বিনম্র চাঁদ ছড়ায় তবু দেহের দ্যুতি, আলো ;
প্রেমময় চোখে সে বিশ্বময়, কলঙ্কিনী চাঁদ তুই বিশেষ ভালো ।
বাবুল আচার্যী 07/12/2016