অন্ধকারে, রাজনীতির কালো চশমার পুরু অন্ধকারে ;
দেখে নাই ওরা ,এ সুন্দর ভুবন গত সত্তর বছরে ।
চশমার ফ্রেমে দেখে রঙীন বসন্ত, বাইরে ভীষণ আলো ,
লাল পতাকা দুচোখে তাই দেখা দিয়েছিল সব কালো।
যারা এঁটেছিল চোখে রঙীন চশমা আজ দেখে প্রান্তর,
তিলে তিলে ডোবে জমানো বিশ্বাস মনে হয় অবান্তর !
হোঁচট খেয়েছে, আরো খাবে ওরা, তলিয়ে যাবে সিন্ধুতে ।
ডুবে যাবে গরিমা-জাহাজ,চলা শুরু হবে আবার বিন্দুতে।
বিগত দশকে শুধু ই খাল কেটেছে জন সাধারণ ,
জীবন বপন বড় দুর্বিষহ জেগেছে মুক্তির জাগরণ।
আগুনের দহন জলে হৃদয়ের শিরা উপশিরায় ;
ছড়িয়ে পড়েছে তাহা বনজের লতা লতিকায় ।
শান্তি-কুঞ্জ-স্থিত সরল বিশাখায় .........
মুখ তুলে বাঁচতে চেয়েছে,হেরে গেছে বারেবারে;
মাটির গন্ধ নিয়েছে শুঁকে,খালি পেট হাহাকারে ।
শত নিঃশ্বাস, ফেলে প্রশ্বাস, সন্ধি করেছে মনে ;
শূন্য পথে ভেঙে মনোরথে চাহে শূন্য পানে ।
লুঠেরা সব করেছে লুণ্ঠন, মায়ের বসন ভূষণ যত,
দেশের মুখে চুন কালি মেখেছে, নিজের ইচ্ছেমত ।
দোষ দিব কারে বন্ধু,দোষ দিব কারে ?
প্রাণ মন উড়ে গেছে অস্থি - চর্মসারে ।
কস্তুরী আভা হৃদয়ের ছিল না কোন ঘ্রাণ ,
গরিবের ঘরে দুমুঠো ভাত পান্তা জলপান ।
ছোট্ট কুড়ে ঘরে দিয়াই ছিল যে সারাৎসার ,
এক চিলতে তেলই ছিল প্রদীপের আধার ।
ঐটুকু মৃত্তিকা র তেলে আঁচ নিবু নিবু প্রায় ,
যখের ধনে ধনরাজ কে,গরিবের প্রাণ যায় ।
ধরণী সবুজ ফলে সকলের ত্বরে ,
কেহ শুধু ফল খায় মালী কেন মরে ?
মালী তোমার অনুকূলে বইছে বাতাস, আজ সুন্দর ভারী;
নবারুণে র জেগে উঠবে সবে, দাঁড়াও এসে সারি সারি।
বাবুল আচার্যী 03/12/2016