কি বলে ডাকব আমি ভালোবেসে, তোমায় নিশি আর ?
নষ্ট প্রেমের পাপড়ি মেলে,
হৃদয় কুঞ্জের দ্বারটি বলে,
আলো আমার পথের কাঁটা থাক না বাসর অন্ধকার ।
কবির কাছে তুমি হলে হিম কুয়াশায় বরফ জল ,
বরফ জলে ধোঁয়ায় ভরে ,
ধোঁয়ায় কারো অশ্রু ঝরে ,
গড়িয়ে পড়ে বিতান গড়ে ;
সিথানখানি দাও না তুমি, সিথান চড়ে ধরব ফল ।
দিন পলাতক ভীরু চাতক,সবার চাতক তুমি আঁধার ।
পৌষের রাতে শীত নেমেছে ,
মেঘের কোলে বান ধরেছে ,
চোখের কোণে ঘুম এসেছে ;
গভীর রাতে ঘুমের ঘোরে, সবাই যাব ভুবন পার ।
দেশ বিদেশে ঘুরব মোরা,থাকবে সাথে অন্ধকার ।
আঁধার তুমি কাজল ধরা,কাজলা দিদির ডাগর চোখ ।
দিদির চোখে জ্বলে তারা,
শূন্য আকাশ ভুবন সারা,
পদ্ম চোখে আঁধার কালো ,
নিশি তুমি জ্বলছ ভালো ;
আঁধার ঘিরে সকল ব্যাথা,ব্যাথা তুলে আলো-ঝড়;
সবার মনে জ্বলুক দিয়া,থাক না কুটির অন্ধকার ।
বাবুল আচার্যী 25/11/2016