অমানিশা এসেছ যখন তুমি দিপাবলীর এই রাতে ;
নিয়ে যাও মনের আঁধার যত দিয়ার আলোর সাথে ।
দিয়ার আঁচের কাছে ,আজ তুমি সুন্দর শ্যামলীমা !
তোমার রূপ দেখে হই বিহ্বল ,মনে জাগে গরিমা ।
এই গরিমার আগুন ঝরুক প্রতিটি মনের 'পরে ;
আলোয় বন্দিত হোক তোমার ছোট্ট কুড়ে ঘরে।
বাবুল আচার্যী 30/10/2016