সেই অচেনা মুখটাকে এখনো আবছা মগডালে র
লুটিয়ে পড়া ছায়ার মতো মনে পড়ে ।
এ জীবন অনন্ত কঠিন শঙ্কা কূল দরিয়ার মাঝধারে ।
সে ছায়া সুদূর প্রসারিত প্রবাসী ভারতীর মনের মত ....
মায়ের আঁচল টানে অবচেতনা য় অবিরত ।
পূর্ণ প্রাপ্তির পথে অপ্রাপ্তির খোঁজে ......
যে দিবালোকে ও ক্ষণিকের ত্বরে চোখ বোজে ।
অবচেতনায় লুকিয়ে থাকা অবদমিত ভালোবাসা...
জেগে উঠে মেঘ সরিয়ে একরাশ আলো দিতে চায় ,
সজলে বাগে ফুল ফুটিয়ে মধুকোষে মধু দেবে তায় ।
এ যে নিদ্রিত জাগ্রত সুপ্ত বিবাদী বিরহের অমোঘ লিপ্সা ;
যেন অনন্ত কোটি কোটি অমরন মন প্রাণের জিঘাংসা ।
এমন ভালোবাসার নেই মরন নেই অবক্ষয় !
এ বাহ্য কপাটে র পুরু আস্তরণ তো নয় ,
যা সমানুপাতিকে বিদীর্ণ বিক্ষিপ্ত লুপ্ত হয়।
এ প্রাপ্তি ,এ ভালোবাসা আমার প্রশান্তির প্রতীকী চিহ্ন ;
চলন্ত অক্লান্ত পথিক ক্ষণিকের বিরামের খোঁজে ...
বসে যেমন প্রশান্তিতে নরম বটের ছায়ায় ।
ঐ দূরে নীলিমায় কারো আঁখির তারার মাঝে...
আমার প্রশান্তির নীল রঙ ভেসে ভেসে যায় ।
আমি তাই হৃদয়ে রেখে সীমাহীন প্রান্তরে চলে যেতে চাই ।
বাবুল আচার্যী 17/10/2016