যে এসেছিল চুপি চুপি শিরীষ ছায়ায়,
চলে গেল সে অমল গোধূলি বেলায় ।
সন্ধ্যা নামেনি তার স্বপন ভরা চোখে ,
আশা সঞ্চারিনী গিয়েছিল সে মেখে ।
চলে গেছে তবু কি করে তাকে বলি?
মনের মাঝে কেন হয় এত দলাদলি ।
কেন শুনি বাজে তালে তালে মৃদঙ্গ ,
যে স্বর শুনে পুলকিত হয় অঙ্গ অঙ্গ ।
টগর বেলির গন্ধ রাখেনি সে ঢেকে ,
বাতাসে দারুচিনি ভাসে তাকে দেখে।
কুহু কুঞ্জবনে চুপিসারে কত কথা বলে,
আমি অজ্ঞ মননে অভিসারে যাই চলে ।
ঝিঁ ঝিঁ পোকাগুলো নষ্টামির গান গায় ,
থেকে থেকে রব তুলে পাছে নষ্ট হয়ে যাই।
বাতাস ঝাপটা মেরে বলে,এই ত অবকাশ !
তাই ত দোলাই তোর লাগি কাশবনে কাশ ।
আরো ছড়ায় যুহি বেলি যুথী চামেলির গন্ধ ,
তোকে ভালোবাসে সে,বুঝবি কবে তুই অন্ধ ?
বাবুল আচার্যী 15/10/2016