অপার সমুদ্র পার করে এসেছি আমি তোর দ্বারে,
কুলে এসেছি ভিড়ে, ঘন চাঁপা সন্ধ্যা নদীর তীরে।
এ ধুসর গোধূলি বেলায় ,কে ডাকবে কাছে আয়?
সহজিয়া গান গেয়ে কাছে টেনে নেবে মোরে তায়।
জীবন অনন্ত সাগর কল্লোলে বাঁধ ভেঙেছে আজ ;
ভাটার শীতল জল এসে সাজবে কি মনের সাজ ?
খুঁজি আমি ধুসর বনে তোকে ই আমি খুঁজে ফিরি ।
ইচ্ছে গুলো ডালার সাজে বরণ করবি আপন করি ?
তোকে দেখি নীল সীমানায়,মেঘের ভালে চারুলোক ;
আয় না পাষাণী গড়ি চারুর দেশে এক আনন্দলোক ।
বাবুল আচার্যী 14/10/2016