একি রেষারেষি একি মেশামেশি কেন কন্টকে ঘাস-মন ;
একি বলাবলি একি দলাদলি অযথা মগজে রক্ত ক্ষরণ ।
একি দুলে দুলে একি কোন কুলে ঝড়ে যায় পাপড়ি,
একি কোলাকুলি একি গলাগলি অন্তর বিষে গাগরী।
একি ফেনায়িত একি লালায়িত তোরা,করিস টুকটাক বুঁদবাদ;
মোরা হুঙ্কার তুলে নিদ্রার ঘোরে ও কেড়ে নেই রুপোলি চাঁদ ।
বাবুল আচার্যী 13/10/2016