কি এক আগুনের আঁচে জ্বলে পুড়ে দগ্ধ হয় মন আমার !
ঘৃতাহুতি হয়নি হোমানলে ,তবু ধোঁয়া উঠে কুণ্ডে বারবার।
নিঃশেষিত আধার শুকনো কাষ্ঠ-খণ্ড জ্বলার জন্য প্রস্তুত;
দাও আরো ঘৃতাহুতি অনলে,ভস্ম হবে দেহ,হবে না বিস্মৃত।
এ কেমন বহ্নি আকাশকে ছোঁবে,বরুণের সাথে কথা কইবে ;
মৃত্তিকা হতে ধোঁয়া আর ফুলকি ছড়ায়ে , নীলিমায় মিলাবে।
মৃত্যুর ওপারে যদি যাই,সেথা হতে ভেজা চোখে চেয়ে নিও।
নীলাদ্রির 'পর থেকে দেখব প্রিয়াকে,চোখ তুলে দেখা দিও ।
ভালবেসে মোরে ভিখিরি করো, তবু জলাঞ্জলি দিওনা রাত ,
এ চেতনা,এ ভালোবাসা,জনমের বন্ধনী ,করবে রেখাপাত ।
পরপারে যাব কোন একদিন , রাত্রি আরো গাঢ হবে সেদিন !
সব হয়ে যাবে নিস্তব্ধ নিঝুম তুমি চলে যাবে সুদূরে সীমাহীন ।
এ সৃষ্টি স্থিতি অমর নহে,অমরত্বের কুলে কারো নেই যে ঠাঁই ;
এ জীবন যতটুকু পাও, প্রাণ ভরে নিঃশ্বাস ভরে নাও ভাই ।
তুমিও বোঝ ,শুধু এইটুকু সবুজ ভালোবাসা মনে প্রাণে ভরো ;
নক্ষত্র খচিত আলোর দেশে,সবুজ প্রাণে আমি আছি জেনো।
জ্যোৎস্না রাতে,নীরবে এসে আমার শিলাধারের পাশে বসে
তোমার বুকভরা প্রেম নিয়ে রজনীগন্ধা আর ধুপ জ্বেলে দিও ;
সাথে দু ফোঁটা অশ্রু ঝরিয়ে,প্রতীকী শিলায় চুম্বন এঁকে দিও ।
বাবুল আচার্যী 12/09/2016