যখন আমার ভয়ার্ত বিরহ গগনে ,
কান্নার রোল ওঠে সমুদ্রে স্বপনে ।
ভেঙে পড়ে মন এ আঁধার ভুবনে ;
আসক্তি জড়ায়ে আসে হৃদয় হননে
মন চলে যায় সুদূরে মুদুরে আনমনে ।
তোমারি ভালবাসা অজয় রচিতে,
অপাঙতেয় শত্রুর বিজয় নাশিতে ,
তুমিই আস মা, মুখাগ্রের বাণীতে ;
শক্তি যোগাও মা,আমার শোনিতে ।
বাবুল আচার্যী 02/09/2016