ধূ ধূ বালি চড়ের প্রান্তরে হাহাকার করে আমার হৃদয় ঘরে,
তবুও তোর মেঘ করা ভালোবাসা দেয় মোরে শীতল করে ।
বাইরে তপ্ত পোড়ামুখী রোদ্দুর,অন্তরে বিষম বেদনা বিদুর ;
শোকাহত বিধবা যুবতী রেগে মেগে মেখেছে চোখে সিঁদুর ।
ঐ যে বিশাখা র সবুজ পাতা ঝড়ে গেছে কারো নেই হিসাব...
অমানুষিক অত্যাচার শিশুটির 'পরে বইছে সতত রক্ত স্রাব ।
বুকের আগুনে পুড়ে ছাই,রক্ত-রাঙা স্রোতে ভাসছি আমারা,
তুমি আস নাই কাছে, ভালবাসা স্বচ্ছ জলের বিষাদ পাসরা।
তুমি যদি আসতে ভালোবাসতে ঝর্ণানাদে মিশত নদী সাগরে,
শিলা রাশি রাশি শক্ত পাথুরে বইত না উন্মাদে মনের ভেতরে ।
বাবুল আচার্যী 31/08/2016