সেদিন হয়ত বা নভোদ্যানে নীলকণ্ঠ ফুলেরা হেসে খেলে বেড়াবে ,
বাতাস ও মন প্রাণ খুলে মৃদু মৃদু আন্দোলনে ফুলেদের দোলাবে ।
ওরা গাইবে,ছোটাছুটি করবে বাঁধনহারা উচ্ছাসে নীলাম্বরী নদীতে ,
তপন অস্ত যাবে,ওরাও যাবে ডুবে,চাঁদ- জ্বালা- দ্বীপ রেখে বেদীতে।
আমার ও বা হয়ত হবে দিনের শেষ, অপলক দৃষ্টি রবে নির্নিমেষ !
পাখীরাও নত মুখে ফিরে যাবে নীড়ে,আদ্র চোখে দেখা দিয়ে শেষ ।
শুনেছি জীবন অনন্ত পাড়,থাকেনা আড়,বোধিসত্ত্বাই মূল তত্ত্ব,
দিবে আর নিবে,মিলাবে মিলিবে মন এ সকল সত্যের মূল সত্য ।
ভালোবাসার ভীড়ে খুঁজে নিও মোরে অনন্ত কুলের এক কুলে ;
জানিনা মনে হয় মরনের ওপারে কি এক জাগতিক বিস্ময় দুলে !
হয়ত পাবে আমাকে সেখানে অচেনা এক মহাজাগরনের ভীড়ে,
যেখানে আছড়ে পড়ে উচ্ছল জলরাশি মহামানবের সাগর তীরে ।
বাবুল আচার্যী 28/08/2016