কালো ধ্বজা র তলায় বসে মনটা করলি যে শক্ত পাথর,
হৃদয় হৃদয় ঠিকরে ওঠে , আগুন ঝরালি দেহের ভেতর ।
বাদল গরজে আজ ডুম্ ডুম্ ডুম্ ,
ভেঙে দরজা কপাট ধরাস্ ডুরুম্ ,
টেনে এনে হেঁচকা, ফাটালে পটকা,জীবন হল নিরুত্তর !
প্রাণ যায় ছেড়ে, দেহ থাকে পড়ে,পেয়েছে লাজ অম্বর।
জলের সাথে রক্ত মিলায়ে করলি তোরা মায়ের লাঞ্ছনা,
তোদের রক্ত বরফ হবে একদিন, পাবি তোরা ও বঞ্চনা ।
ফেনিল সাগরে জাগে না বাড়বানল ,
তবে কেন তুই লাগালি নীড়ে অনল !
যে অঙ্কুর বীজ বপন করলি তোরা ,কাল দেবে কি ফুল ?
রক্ত বীজ হতে নিঃসৃত হবে রক্ত পাতা,পাবি ফল নির্ভুল ।
যে দ্বীপ শিখা নিভে গেছে ,আঁচ রয়ে গেছে তার বাতাসে ;
ওরা মরেনি ,শত্রুর পিচাশ রূপে ঘুরছে প্রাণ হরণের বেশে।
আঁচে তপ্ত প্রাণ বিহীন বায়ু কণা ,
কাঁপে গর্জনে প্রতিশোধ পরায়না,
ঘুম নেই সারারাত ঘাত প্রতিঘাত করতে মরিয়া আজ ওরা ;
অমাবস্যার ঘোরে ও জেগে আছে তাই বীর ভোগ্যাবসুন্ধরা ।
বাবুল আচার্যী 05/08/2016