এস মা দয়াময়ী, এস এস কালজয়ী
এস তারাময়ী মা অবণীতে;
ধূপদ্বীপ গন্ধে, মন্ত্রমুগ্ধ ছন্দে,
তালগীতি রন্ধ্রে ধরণীতে।
কল্লোল নাদ তরঙ্গে, ভক্তি আপ্লুত অঙ্গে,
বহে রক্তজল তরঙ্গে যদা গঙ্গে।
কালিমালিপ্ত ভূলোকে, আশার বাতি দুলোকে ,
নিয়ে এস মা আশা তব সঙ্গে।
নবলোকে নবরূপে মহিমার শতরূপে,
জাগে মা প্রান পলকে পলকে;
জপতপ ধ্যান করি, ডাকে মাগো মরি মরি,
কৃপা কর মাগো সবারে গোলকে ।
বাবুল আচার্জী 14/07/2016