রাত জেগে দেখেছি রাতের অন্ধকারে,
কি করে যায় সে শয়ন গভীর রাতে ।
দেখেছি দুচোখ খুলে তাকে বারেবারে ;
আমার সে সময় গেছে বিন্যস্ত খাতে
।
নিস্তব্ধ নীরব স্পন্দন মৌন মূখরে ;
ভাষাহীন তত্ত্ববিহীন এ অমারাতে ।
মাঝে মাঝে নিশাচর ঘুমের তিমিরে ,
বিজনে কূজন করে রূপালী র প্রাতে ।
ধ্যানগম্ভীর পৃথ্বীর কোলে সাগরের তীরে;
আমি বসে একাকী কোন শঙ্কিত কুলে ।
দিবালোকে লু হৃদয় মানুষের ভীড়ে ;
পৃথিবী রেখেছে ডায়েরির পাতা খুলে ।
কত রক্তলেখা ইতিহাস চেপে মরে ;
বিস্মৃত হৃদয় কাঁদে যামিনী র কুলে ।
অন্ত মিল : কখকখ : কখকখ : কখকখকখ
বাবুল আচার্যী 13/07/2016