শুনি ঝিরি ঝিরি শব্দ বারি ঝরে পড়ে,
কি আনন্দ পায় মন থেকে গৃহকোণে ।
মনের বিরল গৃহে কারো তান ঝরে ;
ধরে রাখি সব গাঁথা অতি সযতনে ।
সশরীরে আসেনা সে জন জন ঘিরে ;
তবু কেন তারে যেন মন পেতে চায় ।
হৃদে কার কথা শুনি মন আকুলায় ;
আমার এ মন শুধু ইতি উতি ফিরে ।
এ জগত মহৎ কত কি যে বিরাজে ;
ধন্য তার সৃষ্টি করি আরতি বন্দনা ।
মাতৃ স্তন মুগ্ধ মন কত রূপে সাজে ;
এনেছ প্রলয় রচে অতি সম্পাদনা ।
সতত সবার হৃদয়ে যে সুর বাজে;
মাতৃ রূপী মহাময়ী তিনিই কামনা ।
বাবুল আচার্যী 10/07/2016
অন্ত মিল : কখকখ : কখখক : গঘগঘগঘ