নিস্তব্ধ রজনী, ঘনান্ধকার ,প্রতিফলন নেই তার ,
গ্রিল ভেঙে চোরেরা , করেছে সব চুরমার ।
চোরের রাজা হীরালাল , হীরকের রক্ষক,
জাতিবাদের রাজনীতি, দেশ হল তার ভক্ষক ।
আমরা যে সাদাসিধে, তাই ওরা সুখের পায়রা,
তৃণমূল , রস পানে বাড়ে তার দায়রা।
রাতকানা জোনাকিরা ,মিটমাট জ্বলছে,
সোহাগীর রাণীবাঈ , ঘামে যেন পুরছে ।
চাঁদ ভাবে, আমি হলাম আলোকের উৎস,
রবির কিরণে মোহ ভাঙে , সে অতি তুচ্ছ ।
ছায়াঘরে তুমি দাও, জোনাকির আলো,
তাই দিয়ে সমাজের করো কী অতি ভালো?
আমার যখের ধন, নিলে তুমি চুরি করে,
তুমি হলে যশবন্ত , সব কিছু আমার বরে।
পথেঘাটে কত মানুষ ,পড়ে আছে আঁকড়ে;
মাটি খাঁটি মা আমার, তবু ভারতীয় ভাইরে ।
বলে না তো দেশ ছেড়ে, যাব আমি বাইরে ।
দেশপ্রেমী প্রাণ দেয়, তবু দেশ ছাড়ে নারে ।
লণ্ঠনের আলো আজ ,বেমানান লাগে ভাই
প্রদীপের আঁচ তুমি, চলো , আগে ভাগে তাই
।
মনে যদি নাই রাখো, কেন রাখি মনে ধরে,
ভুলে যাব,তুলেছিলে ঢেউ তুমি কোন লহরে।
বাবুল আচার্যী 09/07/2016