আজ ভেজা হাওয়ার পরশ লেগে মন হয়েছে বাগী ;
হৃদয় জুড়ে ঝরো উড়ো কার লাগি ওরে কার লাগি ।
মেঘের কোলে জল জমেছে বইছে বারি তোর লাগি ;
আজ ভেজা হাওয়ায় পরশ লেগে মন হয়েছে বাগী ।
গাছের ডালির শুকনো পাতা আশায় আশায় সমুদ্বিতা ;
ঝরবে বারি ভিজবে আঙন কাঁদবে ফুলে মনের মিতা।
রইবে চেয়ে জীবন ভরে তোর লাগি ওরে তোর লাগি ;
আজ ভেজা হাওয়ায় পরশ লেগে মন হয়েছে বাগী ।
অনেক দিনের চেনা জানা মন আঁকে গো তারই ছবি ;
ভেজা হাওয়ার পরশ লেগে রঙ ভরেছে মনের তুলি ।
আবছা আলো মুছে গিয়ে প্রকাশ হবে রঙীন ভেলা ;
রঙীন স্বপন ভেলায় চড়ে ঘুরবে বিদেশ করবে খেলা ।
মনের পাখি সুর ধরেছে তোর লাগি ওরে তোর লাগি
তোকে পেতে নাছোড়বান্দা মন হলো যে তাই বাগী ।
বাবুল আচার্যী 29/06/2016