ভুবনে র মাঝে ভুবনেশ্বর আছে,
সে আমাদের ভুবন,
সবার হৃদয়ে মাতৃস্বরূপিনী বন্দিনী,
ভারতই সেই ভুবন ।
সেই ভুবনে র আশা চপলতা কহে;
শোন রে দেশবাসী ,এ মিথ্যা নহে ।
গগন-মাঝে ডমরু বাজে, গুরু গুরু গুরু গুরু ,
শঙ্খনাদে গঙ্গোত্রী হতে গঙ্গা যাত্রা করেছে শুরু ।
অবারিত দ্বার মুক্ত বিহার করে কত বিহঙ্গ খেলা ,
জগৎ সভা তাকিয়ে এদিশা, প্রাণ সঞ্জীবণী মেলা ।
অমাবস্যার রাত কেটেছে হাভাত যাবে সরে দুর্দিন,
ভোরের আলোয় হেসে কয় রবি, আসছে রে সুদিন ।
নন্দী-ভৃঙ্গী বসন ভূষণ খুলে তোরা আজ নাচ রে ;
জমায়েত রাখা সুধা পান করে আজ তোরা বাঁচ রে ।
বাবুল আচার্যী 28/06/2016