চলতে চলতে কথা বলতে বলতে হারিয়ে ফেলেছি পথ,
বাঁকের মোড়ে এসে মন চলেছে ভালোলাগা ধরে সে রথ ।
রথটা আমার স্বর্নে খচিত স্বপ্নীল সাগরে যায় ভেসে,
ঢেউ গুলো সব আছড়ে পড়ে মনের কূলে তে এসে ।
পার হয়ে যায় বন উপবন গহীন কানন তরুবালা ছায়া,
কেহ কাছে ডাকে নিবিড় আবেশে অনন্ত অনুরাগী মায়া।
জীবনের কাছে রামধনুর রঙ ভীষণ লোভাতুর জানি,
হৃদয়ের কাছে মন হেরে যায় দিশারির পথ ভুলে মানি ।
উচ্ছল স্রোতে গা ভেসে যায়, মন ক্ষনিকের মন ভোলা,
মন নেচে কুদে গান করে ,খুলে দেয় গাঁঠের পাল তোলা ।
দেখেছে ভোলানো পথে মন, মনোরম দৃশ্যের প্রচ্ছদ পট ,
কুলকুল স্বরে বয়ে যায় জল, গড়িয়ে শ্বেত পাথরের তট ।
শূন্য আকাশে ফোটেছে কত শত সহস্র নীল শতদল ;
কেহ নাহি জানে কেন ভাসে রসে দেখে তেতুল-ফল ।
কামরাঙা ফল জিভে আনে জল মুখে টইটম্বুর করে,
আমি পাড়ে বসে দেখি, হেসে খেলে মন কতবার মরে ।
বাবুল আচার্যী 19/06/2016