বাইরে দেহের বাইরে ধরণীর মাটিতে প্রচণ্ড উত্তাপ .....
গাছের ডালপালার যেন মুমূর্ষু জীবন,
সবুজের উড্ডীন পতাকা সমূহ যেন ধূসর গোধূলির গেরুয়া প্রান্তর ।
ধস নেমেছে শিরা উপশিরায়,
অথচ হৃদয়ের প্রান্তর নির্বিকার ।
শত সহস্র বিঘা জমি রয়েছে খালি শুন্যতায় ,
নির্জনতা খাঁ খাঁ করছে ....
কিছু বিরল প্রজাতির প্রাণীর নিরন্তর আনাগোনা,
চষে বেড়ায় দাপটে আমি বিরামের অবকাশে হেলান দিয়ে বসলেই ।
আমি অসহায়ভাবে চেয়ে থাকি,
মধ্যমা, অঙ্গুষ্ঠা , তর্জনী ,গর্জনে গরজে চিন্তার মাস্তুল ছিঁড়ে ফেলে ।
আঙুলের ফাঁকে পঁচা ঘামের গন্ধ ,
তবু সাবানের জল দিয়ে বারবার ধুতে থাকি ;
এই অভিলাষায় যাতে নূতনের কিছু উদ্ভব হয় ।
বাবুল আচার্যী 12/06/2016