সুখের নেশায় ভাবছ বসে ,
বেশ ত আছি আপনমনে ।
ভালবাসা নাই বা পেলাম,
গৃহ আমার পূর্ণ ধনে ।
উচ্চ আশায় ভাসান দিলে,
ভালবাসার নোঙরখানি;
কি হারিয়ে, কিই বা পেলে,
ভাবতে হবে, হ্রদয় গ্লানি ।
মনে পড়বে আমায় যখন,
বিলাপ করবে আমার বাণী ।
ব্যাথার জ্বালায় কাতর হবে,
বুঝবে তুমি সেদিন জানি ।
বাড়ির উচ্চ দেয়ালগুলো ,
লাগবে তখন বন্দীখানা;
বড় ঘরের বধূ হলে,
প্রাচীর টপকে যেতে মানা ।
আঁচড় কাটবে দেয়ালেতে ,
খুঁজতে গিয়ে আমার ছায়া;
রোদন জলে বুক ভাসাবে,
ভালবাসার এমন মায়া ।
অন্তরঙ্গের সময়গুলো,
ভাসবে তোমার মানস পটে,
মধুর সময় কাটিয়েছিলাম;
বসে নদীর শীতল ঘাটে ।
কালো মেঘের অন্তরালে,
হারিয়ে গেছে মনের ভাষা,
দেখতে পেতাম যদি তারে,
জাগে মনে একটু আশা ।
চন্দ্র সূর্য গ্রহ তারা,
সবই থাকবে তোমার সাথে ।
নীরবে ওরা তাকিয়ে আছে,
নিঃস্ব মনের সাক্ষী হতে ।
শান্ত নদী, নেই যে ধারা,
গোচর হয় , তলের বালি ।
হ্রদয় এখন শুকনো পাতা,
নেই যে তাতে, প্রাণের ছটা
ভালবাসার মরন হল !
ঐ গহীন নীলসাগরে ।
বাবুল আচার্যী 10/06/2016 ।