প্রেমের তরাসে , মনের হরষে , ফুটেছে এক ফুল বিতানের পাশে ।
কহিবারে চাই, এতটুকু ভাই, রূপ আমার গেল যে ভেসে ।
প্রাণসুধারস দিতে যে না পারি,
জনমেও দোষ, কিবা আমি করি ?
ঘাটে পরঘাটে, ফুটে উঠি মাঠে,
স্তুপে ,বিটপে , দীঘির ও ঘাটে ।
গন্ধ ,বর্ণে ,সুধায় ,অতি আমি দীন ।
সমাদরে অবহেলা, বয়ে গেছে কত বেলা ;
আশার তরীটি আজ হয়েছে মলিন ।
গাঁদা বেলি গন্ধরাজে, নানারঙে কত সাজে !
আমাতে সবাই তোমার কেন এত ঘৃণ ?
সমাজের কত নীতি, কত স্নেহ কত প্রীতি,
নীতিই এনেছে আঁধার , করেছে মোরে সঙীন।
অতি ক্ষুদ্র স্বত্ব যার, কেবা নেবে কাছে তার ,
জালাবে আলোর বাতি , করাতে রঙীন ।
পরিচিতি সুধাও যবে, মরি আমি অতি লাজে ,
ব্যাথার সুরে হৃদয় বাজে, হয়ে রক্তহীন ।
সাঁঝের ঘোরে, আঁধার রাতে, দুজন মিলে ফুটে উঠি,
দুটি নামে একই মোরা, কহে সবে সন্ধ্যা মালতী ।
বাবুল আচার্যী 08/06/2016