রমণীয় পুকুরটা হয়েছে আজ পুণ্যের স্থল ,
সলিল তার আজ পরিনত হল শান্তির জল।
মা , যেথায় নিল বিদায়,
সহস্র ভক্তির ফুল ফুটিল সেথায় ।
রমনীরা সকলে দিল , মিলিয়া জোকার ,
বাতাসে মিশিল ধবনি চারিপাশে " ওঁ " কার ।
গগনে গগনে ভরিয়া উঠিল
শান্তির বাণী ছড়ায়ে পড়িল ।
হ্রদয়ে জাগিল যত ব্যাথা বিদায়ের বেলা ,
যাবে তা দূরে , আরো যত আছে ভাবনা !
আসবে মা সবার ঘরে, তাই মনে সান্ত্বনা ।
বাবুল আচার্যী 07/06/2016