ভয়..করোনা ভয় ,
আর করোনা ভয় ।
শিয়রে আছে তোমার দয়া দরবেশ,
তার বিগুল গাঁথার নেই কোন শেষ ।
যে শক্তি আছে ছড়ায়ে দিগ দিগন্ত ,
কোটি কোটি অনুতে অনন্ত অফুরন্ত,
অন্তর গহীনে যদি তারে দাও ঠাঁই
যাবে সরে , আসবে না কাছে ভাই ।
দুর্বলের নেই যে স্থান, নেই কোন পরিচয়,
করোনা তুমি ভয়, আর করোনা ভয় ।
বিশ্বপিতার হাত আছে তোমার শিয়রে, খর্গ নহে ।
তবু খরস্রোতা নদী উজানে শিরা-ধমনীতে বহে ;
আছড়ে পড়ে দিনরাত , জীবনের আদি থেকে অন্ত,
চলে অবিরাম এ ভয়ের খেলা তোমার মরনানন্ত ।
একবার ভাব, নেই কোন ভয়,
শত্রুরে করিব আমি পরাজয় ।
দুর্বল ভেবে হবে শুধু মন ক্ষয়,
পাড় পাবেনা, আসবে না বিজয়।
কেন করো তুমি এত ভয় ?
ভয় করোনা ভয়,
আর করোনা ভয় ।
নিশুতি রাতের শেষে পোহাবে না বেলা,
ভেবে হবে সারা, সাঙ্গ হবে খেলা ।
বাঁধন মনের শিকল ভেঙে কবে হবে তছনছ ?
সকল শক্তি নিজের মনেতে, শক্তির নির্যাস ।
মনের মাঝে গড়ে তোল সকল শক্তির অস্ত্র,
রক্ষা কবচ বর্ম তোমার, এমন বানাও বস্ত্র ।
অস্ত্র বস্ত্র মনই তোমার, তোমারই হবে জয়,
ভয় করোনা ভয়,
আর করোনা ভয় ।
ঘুর্নিঝরের বাতাস বইছে উত্তাল,
ধুলোর ঝড়ে ধুলি হয়ছে বেহাল ।
জানে সে এ ক্ষণিকের মত্ত ঝড় ,
ফেলে দেবে তাকে বাটের ' পর ।
উড়িয়ে নিয়ে যেতে চায় উর্দ্ধগগনে ,
ভয় পেয়ে ফেলে রেখে যায় পবনে।
পথের ধুলি পথেই পড়ে রয় ,
মনে রেখোনা সংশয়,
করোনা তুমি ভয়
আর করোনা ভয় ।
বাবুল আচার্যী 06/06/2016