চলো সখী দুজনে , মিলেমিশে করি গান ,
সুরে সুরে, পাশে বসে, খুলে মনপ্রাণ ।
সাত সুরে বাঁধা আছে, জীবনের মধুরতা ,
ধরে নিয়ে গাহ গান , যাবে দূরে অধীরতা।
জীবনের আঙিনাতে , ব্যাথা আছে স্মৃতিপটে ;
সব হবে অবসান, বসি চলো নদীতটে ।
নিরালায় বসে যখন, ভাবি আমি একা একা, _
ঘুরে ফিরে সেই তুমি, হৃদিমাঝ পাই দেখা ।
রামধনুর রঙ দিয়ে , চলো ছবি আঁকি সাথে ;
সুরে সুরে গাই গান, সাথে যেতে পথে পথে ।
ভোরের আলো,নিয়ে এল উষার প্রথম প্রহর,
ইমন রাগেতে দুজন, সুরে সুরে তুলি লহর ।
জীবনে চলার পথে তুমি যদি হও বাদী ,___
আমিও তোমার সাথে হব সমবাদী ।
বাবুল আচার্যী 04/06/2016