আজ কেনরে মন ছুটে যায় বাহিরে ?
মন হলো মোর চঞ্চল ,
কে ধরিবে তার অঞ্চল ;
রুখিবে কে পথ আজি,কেহ নাহি রে।
আজ কেনরে মন দোল খায় দোলানায়?
যার হাওয়া লেগেছে মনে ,
সুবাস ভরে সে পুষ্পবনে ;
চোখ দুটো অকাতরে ফিরে চাহে তাড়নায় ।
আজ কেনরে ভেঙে যেতে চায় সব শৃঙ্খল ?
দেহের মাঝে বন্দী একা মন,
গভীর নিশ্বাস ফেলে প্রতিক্ষণ;
পুড়ে যায় বদ্ধ অনুভূতি,ছুটে আসে দমকল ।
আজ কেনরে সহসা অবণী সুন্দর মনে হয় ?
কালো মুখ যে ছিল অচেনা ,
ধীরে ধীরে হল গভীর জানা;
হৃদয়ের কাছে কালো ধলো সব এক হয়ে রয় ।
বাবুল আচার্যী 03/06/2016