নিস্তরঙ্গ সলিলে স্মৃতি লেপ্টে দুটো আঁখির দুকুলে ঝরে যায়,
খুশি-অখুশি ব্যথা বেদনার ছবিগুলো , মানসপটে ভেসে বেড়ায় ।
উত্তর সাগরের কোন ঢেউ এর সাথে ,মন ছুটে গিয়ে খেলা করে,
হৃদয় দোলা দিয়ে অন্তর গহীনে, হাসি ফোটায় খুশিতে অধরে ।
কখনও দিবার প্রখর আলোতেও ,মুখমণ্ডলে কালিমা উপচে পড়ে,
যেন সুর্য গ্রহনের ছায়া নেমেছে পথে, ঘাটে ,মাঠে, মানসের ঘরে ।
অতীত, তুমি ঘন কালো মেঘে ভরে তুলেছিলে, সেক্ষণের দিনগুলো,
আজ বিরামের ফাঁকে, ঢুকে গিয়ে চুরি করে নাও, খুশির রঙ গুলো ।
তোমার অব্যক্ত কথার ছন্দ, ভাঙে গড়ে দ্বন্দ্ব, লিখে যায় কত লিপি,
আজ শুভ্র নীলাকাশে র রঙে ,গড়বে তোমার অতীতের কাব্যগীতি ।
বাবুল আচার্যী 02/06/2016