আজ মনের গভীরে , কত বীণা একসাথে বাজে,
চিনি নাই কভু, মহান স্বরূপ, মন তাই এত কাঁদে ।
জীবনে চলার পথে,  করেছিনু কত শত ভুল ,
ভাবিনি পরিণামে,  ভুলেছিনু যত সব কুল ।
বিঁধে নাই হৃদয় তব , মম কর্কশ  বাণে ,
অবহেলা সয়েছ কত প্রতি  ক্ষনে ক্ষনে ।
করি নাই লগনে কভু তোমরি উপাসনা ,
পরিণামে দাও নাই,  হতে বিবসনা ।
ভুলিয়ে সব তবু,  নিয়েছ হৃদয়ে টেনে ।
সরিয়েছে যত তুমি কালিমাখা ধূল ,
ফোটায়েছ তবু তুমি , গুবরে পদ্মফুল ।

বাবুল আচার্যী  01/06/2016
,