অমাবস্যার চাঁদ টুকু ধীরে ধীরে নিজ বলয়ের পরিচয় হারিয়েছে,
স্বতন্ত্র স্বত্ব মলিন মেঘের বারিধার যেন কেঁদে ধরণীর বুকে ঝরেছে ।
মানস সরোবরের জলে, মনের আয়নার শিবকান্তির রূপ ভাসে না,
দৈন্যের কাছে ভালোবাসা হেরে যায়, বিরহের অশ্রু তার যে গয়না ।
স্বর্নালঙ্কারে ভূষিত বধূর মন ,আকাশের রামধনু রঙে সাজতে চায়,
হায়রে জীবন নদের বলিরেখা অজানাতে বালিয়াড়িতে ধ্বসে যায়।
আমার মনের ভগ্ন শিবিরের আয়োজন ছিল, সেদিন বাঁশ বেতে ঘেরা,
তোমার কর্কশ কুটিল বাণীর করাঘাতে ,জর্জর হৃদয় হয়েছিল মর্মরা ।
হৃদয়ের কম্পন বোঝাতে গিয়ে সময়ের মূল্যায়নে ছিল অধোগামী ,
সে আর আসেনি ফিরে, ভালবাসা পরাভূত, বুঝে নাও তুমি অন্তর্যামী ।
বাবুল আচার্যী 31/05/2016