রাত জাগা রাতের সাথে জেগে আছি আমি রাতভর,
নিঝুম রাতের গভীরে,সেই মোর সাথী,বাকি সব পর ।
চোখের বাইরে ও ভেতরে দেখেছি সমান আঁধার কালো,
আঁধারের পেছনে লুকিয়ে আছে জীবনের যত আলো ।
লুকোচুরি খেলে আশা কুহকিনী যত, ঐ রঙে তে মিশে,
নিগূঢ় সত্য ধরে রাখে যে ,তরী পার হয় তার, খেলে হেসে ।
পূর্ণিমা স্নাত তুমি যেন এক অদ্ভুত অনুভূতির অনুভব,
জোনাকির আলোয় সেজেছে ঝলমলে রৌপ্যের বৈভব ।
ধরনীর বুক কোথাও পুকুরের জলে ভেজানো শান্ত,ধীর,
ঝর্ণার কলকল নাদে দেখেছি কোথাও বা চঞ্চলা,অস্থির ।
আঁধারের মাঝে এগিয়ে চলেছে নির্জনে একটি যাত্রিবাস,
স্বপনের মাঝে ডুবে গেছে সব যাত্রীরা, নিয়ে গভীর নিশ্বাস ।
বাসে বসে আছি, সময় বয়ে চলেছ, শামুকের গতিতে মন্থর,
সৃষ্টির আদিকাল হতে অবিচল থেকে চলছে তবু নিরন্তর ।
স্বপ্নচারী ভ্রমণে সুদূরে পারি দিয়েছে, মন কথা বলে নিজে,
তোমার মাঝে রহস্য খুঁজে পাই, ধরা দাও কত রূপে সেজে ।
বাবুল আচার্যী 29/05/2016