আমারে বাসিও না ভালো এত, ওগো প্রেম বিলাসিনী,
দিওনা গো উজার করে মন এত ,ওগো মন নিবেদিনি ।
মন দিয়েছ তুমি যারে, যেচে নাও হৃদয় ভরে,
ফুল ভেবেছে নয়ন যারে ,(সে) নয় কি পলাশ ওরে !
হৃদয় গাঁথার গন্ধরাজে, পলাশ বোঝে কেমন করে?
মনের বিকার যত, সঙ নিয়ে আছে ,
আসল রূপের কায়া ঢাকা পড়ে গেছে ,
জানিনা ,কেমনে বহরূপী মন ছায়া ধরে আছে হৃদয় গহনে,
তুমি চেন নাই তারে , কেমনে করিবে বাস মনের সিংহাসনে ?
বাবুল আচার্যী 18/05/2016