ডালিম গাছে ফুল ফুটেছে ,
ডালিম এল কৈ ?
মনের ঘরে প্রেম এসেছে ,
চাঁদনি তুমি ঐ ।
পাতাগুলো সবুজ সবুজ ,
হাওয়ায় নড়ে চড়ে;
পাশের বাড়ির গন্ধরাজে;
মন নিয়েছে কেড়ে ।
হাওয়া যত দোলায় তারে,
সুবাস ভরা গন্ধ ছাড়ে ।
সবার মুখে সুখের খবর ,
লুকায়ে নয়ন দেখে তারে ।
ভোরের আলো চুমু খেয়ে ,
যখন পড়ে মুখের ' পরে
ঠগবগিয়ে রক্ত জবা ফোটে,
ওর দুটি কপোল ভরে ।
চম্পা বেলি ফুলগুলো সব,
পিত্ত ওদের যায় জ্বলে;
ফুসফুসানি গঙগঙানি ;
মিছিল গড়ে দলে দলে ।
দ্বারের মুখে রক্ত জবা ,
খুলে বলে অভিমানী ;
তোমাদের যায় না কিছুই;
আমি হারাই স্বাভিমানী ।
বাবুল আচার্যী 15/05/2016