সেই উত্তাল সমুদ্রের ঢেউ আজ আর নেই,
আছড়ে পড়ে না, মনের উপকূলে ।
তুমি ছিলে কাঁচা হলুদের গাত্র বর্ণা ;
পূর্ণিমা শশীও তোমার কাছে ছিল হীনমনা ।
আলোর সঙ্গমে আঁধারও খুশিতে মেতে উঠতো;
রাতকানা চলত সে পথ ধরে , তুমি যেতে যেতে ।
রঙীন বসন্ত বিদায় নিয়েছে অনেক আগে ;
ডালপালা, পাতা ঝড়ে গেছে আদর সোহাগে ।
সেই বসন্তের কুড়িগুলো এখন ঝলসে যাওয়া রুটি !
যেন থালায় পড়ে আছে উচ্ছিষ্ট দুটি বাসি পাউরুটি ।
গাছের মগডালে দেখা দিয়েছে নব নব কচি পাতা,
নবারুণে বৃদ্ধি পাবে, খুলবে স্বাদ, বর্ণ, রুচির খাতা ।
জন্ম নিয়েছে ওরা নূতন আলোয় আলোকিত করতে ।
জীবনের রঙ তুলি নিয়ে নীলিমায় নিজের ছবি আঁকতে ।
ওদের ভালোবাসা এখন আত্মবিশ্বাস,
আমাদের কাছে ফেলে আসা নিঃশ্বাস ।
ওদের স্বপ্ন ফুরফুরে হাওয়া;
আমাদের কাছে ঝড়ো হাওয়া ।
।
তাই, এই গাঙে ,মাছ আর ধরেনা ।
বাবুল আচার্যী 14/05/2016