শীতের সন্ধ্যায় ,বিজন গৃহে ,মন বহিয়া যায় ___
বহুদূর থেকে মন খুলে কে যেন ডাকে আমায় ।
প্রতি ক্ষনে ক্ষনে শিহরিত মন,
দোলা দিয়ে তারে ,কে করে হরণ ?
খুঁজে ফিরি চারিপাশে, ফিরে নাহি তবু আসে;
বৃথায় দুলিয়া কাঁদে হৃদয় , শীতের সকাশে।
মনের উদাস কোনে, কার ধ্বনি শুনি,
বলে দাও , তুমি কে সেই অনুগামীনী ;
আবছা আলো ছায়ার মাঝে মাঝে,
জাগাও আমারে তুমি হৃদয়ে এসে,
দেখো তুমি প্রেম ভরে গভীর অন্তরে ।
বাবুল আচার্যী 11/05/2016