তুমি আজো আছো নীলোৎপল গগনে, ভেসে থাকা সুদীপ্ত সূর্যের বুকে ,
সাহিত্যের সমাহার রশ্মি প্রভা বিকিরণে ধরণীর সব হৃদয়েরি নিরিখে ।
তরুবালা, নদী ,বন, উপবন ,আকাশ ,বাতাস কল্লোলে মুখরিত তব গানে;
সবারি কথামৃতের কথামালা রচে, ভরে দিলে সুধা ,সবারি মনে ও প্রাণে ।
এ জগতের মূক, বধির, শুধু চোখে ও মনে ছিল যাদের অব্যক্ত ভাষা ;
তোমার তুলিতে দিয়েছ প্রাণদান, ওদের ব্যথা বেদনা ও বুকভরা আশা।
শতাব্দী ফুরিয়ে এলো তিরোধার পরে ,তবু সৃষ্টির সুর হয়ে আছে অম্লান,
হৃদয়ে রাখবো মোরা জয়গাঁথা গেঁথে ,করব একসুরে সে-গাঁথার কলতান ।
বাবুল আচার্যী 08/05/2016