স্বপন এস তুমি রোজ ঘুমের ঘোরে মোর দুপুর রাতে;
রাতজাগা রাত জাগবে সাথে,আসবে আলো প্রভাতে ।
দিবার আড়ে পিছু পিছু তুমি না জানি কোথায় থাকো ;
ঢুলুঢুলু দুনয়নে খোঁজে গো , লুকায়ে গিয়ে মুখ ঢাকো ।
ছোট্ট বেলার চপলতা দূঃখভারে বলে, নির্বাসনে দিলে !
কুঁরি থেকে সুগন্ধ ভরা ফুলে এসে,আমায় বিস্মৃত হলে ?
সময় কেঁদে কেঁদে জলাশয় ,দিন মাস যুগ ভেসে বেড়ায় _
যে গেছে , আর আসেনি সে ফিরে, আমি বড় অসহায়।
বাতাস বলে ,মিলেমিশে ছোটাছুটি খেলি সাধ হয় আবার ,
আজ খেলার মুক্ত মাঠে বিষাক্ত বায়ু ,মরি আমি শতবার ।
দেশী আম্রমুকুল ঝরে যায় , আম কুড়াতে আসেনা কেহ ;
জীর্ণ শীর্ণ কাণ্ড, হলদে পাতায় ফলন্ত ফলে কীটানুর দেহ ।
আমরা সবাই কাঁদি, দেখা দিয়ে দাও একবার স্বপন মাঝে ;
স্বপন এস তুমি রাত-বিরেতে , চলি সেথায় কোন এক সাঁঝে।
বাবুল আচার্যী 06/05/2016