পাথরের ঘরে শক্ত পোক্ত দিবস রজনী কাটে আমার,
তিলে তিলে গড়ছি মনেতে দেয়াল,কুঠুরিতে আঁধার ।
চেতনা ডুবেছে বিশ বাঁও জলে, কে করে তারে উদ্ধার?
মনের ছানি তে দিবসে আলো ঢাকে, সাথে অহংকার।
নয়নে তোমার কালো চশমা, জীবনের রঙ বদলে যায় ,
কালো আর সাদা বাহিরে শুধু,রক্ত-রাঙা সবারি ধায় ।
অহং এর বশে ছড়াবে কত বাতাসে সর্পিল বিষক্রিয়া ;
জলবে তুমি সাথে জীবনের পথে জ্বালাবে যত হিয়া ।
আজ রবি হয়েছে অহংকারী, ছড়ায় তীব্র দহনজ্বালা;
বরষায় রবি লুকিয়ে থাকে মুখে নিয়ে ঘনঘোর কালা ।
আজ তুমি জাগ্রত আগ্নেয়গিরি মৃত্যুতে ভাসাও নদী;
কাল হয়েছ ঠাণ্ডা, সুপ্ত - লুকিয়ে থাকো ঠাট্টা করে যদি ।
মনের কপাট বন্ধ করে, করে যাও যত তারে অপমান;
জীবনের শেষে পাবে ফল তুমি, শিরোপরে আছে ভগবান ।
বাবুল আচার্যী 03/04/2016