ঘুমের ঘোরে আঁধার রাতে, আসল যখন নেমে স্বপন ;
খেয়ার পালে দিগ ভাসিয়ে,কেউ আমায় ডাকল তখন ।
পলকা বায়ু আলতো করে, কানের পাতায় দেয় পরশ ;
রোমাঞ্চেতে পুলক জাগায় ,ঝড়ে পড়ে রসের হরষ ।
দাঁড়াও পথিক, সবুর কর, কোমল স্বরে ডাকছে পিছে ।
হৃদয় বীণায় সুর বাজিয়ে, দেখো পথিক নয়কো মিছে ।
মনের ঘরের শূন্য খাঁচায় ,আমার জানা নেইকো পাখি ;
সকল পাখি মনের সুখে, নিজের ডেরায় ফিরছে দেখি ।
বিষাদ সুর, নিরাশ বদন, মেলে না তো আকাশ তলে ,
বিন্দু বিন্দু বৃষ্টিবিন্দু, যায় যে মিলে আপন সিন্ধু জলে ।
কালো মেঘের চতুর্পাশে, বাদল তোমার নীলাভ বরণ ;
আমার আকাশ ঢেকে ঢেকে, ভেঙে গেছে খুশির তোরণ ।
বিনা মেঘের বজ্রপাতে, হৃদয় আমার শিউরে ওঠে;
বাড়ির কুয়ো শুকিয়ে গেছে, শুকনো বালি নদীর তটে ।
কোমল স্বরের অমোঘ টানে, ছুটছি বেগে পরীর কাছে;
স্বপন আমার কাঁচের ছিল, আলোর কাছে সকল মিছে ।
বাবুল আচার্যী 02/05/2016