মাটির পৃথিবী! সত্যি ও তাই ;
ঘুমের ঘোরে ও তাই দেখি ভাই।
বাহ্য আবরনী আমার শক্ত পোক্ত ,
পুড়ে পুড়ে তামাটের মত উত্যক্ত ;
তবু আমি নিরামিষ ভালোবাসি ।
গরু বাছুরের মত নিরীহ ;
সকলের অন্তরের প্রিয় ।
তাই বলে ভেবে নিওনা , ভেতরে গরম নেই,
আমি কাল বৈশাখীর ঝড়ের মত ঝঞ্ঝা করিনা,
আকাশে ঘন ঘন বিদ্যুত চমকিয়ে ফেটে পড়িনা ।
আমার বাহ্য দ্বার টা অবিরত খোলা _
ফাটক নেই বলে, তুমি ভেতরে এসে দেবে কান মলা ?
স্বাভিমান লজ্জা পেয়েছে যতবার ;
হুঙ্কার তুলেছি গরজে শত শতবার, বারবার ।
এ ধরণীর বুকে জমানো ক্ষোভ অন্তর্দাহে দগ্ধ ;
অন্তরে উত্তপ্ত তরল পদার্থের রূপে সংহবদ্ধ ,
তায় দিকে দিকে আছে ওরা সদা প্রস্তুত ;
আগ্নেয়গিরি র রূপে আছে ওরা জাগ্রত ।
ওরা থাকেনা কখনো সুপ্ত ;
ভেব না ওরা হয়েছে লুপ্ত ।
তাই মাঝে মাঝে গরল ক্ষোভ বাহিরে ছড়িয়ে দেয় ;
জ্বালিয়ে পুড়িয়ে সব তছনছ লন্ডভন্ড করে দেয় ।
এর শেষ নেই _
কারণ আমার ক্ষোভের অন্ত নেই ।
আমার ক্ষোভের লেলিহান শিখা থামবে সেদিন
অফুরন্ত চাওয়ার আকাঙ্খা মিটবে তোমার যেদিন !
এর শেষ নেই; ক্ষোভের ও শেষ নেই ।
বাবুল আচার্যী 01/05/2016