আয়রে তোরা মনের সাজে মিলন মেলায় আয়;
মনের বাঁধন খুলে তোরা মিলন মেলায় আয় ।
দেখবি তোরা মনটি ওরে, কানায় কানায় সুধা ভরে ;
নিয়ে যাবে কলস ভরে, সুখের ঘরে তায় ।
আয়রে তোরা মনের সাজে, মিলন মেলায় আয় ।
ফুলে ফুলে রঙের মেলা, হেসে হেসে নাগরদোলা ;
তাই না দেখে বাতাস বলে, চুলের বেণী রাখনা খুলে,
দূরের বাসী হাসুক তারা, মিটমিটিয়ে মন-খোলা ।
পুঞ্জীভূত ক্ষোভের শিকল ছিঁড়ে ছিঁড়ে যায় ;
আয়রে তোরা মনের সাজে, মিলন মেলায় আয় ।
গাঁয়ের বধূর রঙটি চাঁপা, সবাই ডাকে কনকচাঁপা ;
ঠোঁটে মেখে লাল গোলাপী মাথায় দিয়ে ফুলের খোঁপা,
হনহনিয়ে চলে বধূ গাঁয়ে থাকে এমন মধু,
শহর বাসী তাকিয়ে থাকে, বধূ মেলায় যায় ।
আয়রে তোরা মনের সাজে মিলন মেলায় আয় ।
মনের রঙে খেয়ার পালে, যাক না ভেসে মনের ভেলা ।
কুঞ্জবনে মধু পাবি ভাসবে চোখে সুখের ছবি,
গরল মন তরল হবে, মিলন মেলায় আয়,
আয়রে তোরা মনের সাজে ,মিলন মেলায় আয় ।
বাবুল আচার্যী 24/04/2016